রাজশাহীতে পুলিশের আগমনে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের প্রাণহানি

প্রকাশিত: মে ১, ২০২৫; সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ |

রাজশাহীর দাসপুকুর এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন (৫৫) মারা গেছেন। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। তবে তার কোনো দলীয় পদ-পদবী ছিল না। ২০২৩ সালের ৫ আগস্ট সরকারের বিরোধিতায় আয়োজিত কর্মসূচির ঘটনায় তার বিরুদ্ধে চারটি মামলা দায়ের হয়। এর পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

ঘটনার রাত সম্পর্কে কামাল হোসেনের ছেলে সোহান শাকিল শিমুল বলেন, “রাতে পুলিশ এলাকায় আসে। বাবা পাশের বাড়ির সিঁড়ি দিয়ে ছাদে উঠার চেষ্টা করেন। এসময় হঠাৎ করে অসুস্থ হয়ে সিঁড়িতেই পড়ে যান এবং মারা যান।”

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে এবং তিনি আত্মগোপনে ছিলেন। তিনি বলেন, “পুলিশ ওই এলাকায় অন্য কাজে গিয়েছিল, তাকে ধরতে নয়। তবে পুলিশের উপস্থিতি দেখে পালাতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।”

মরদেহ পরিবারের হেফাজতে রয়েছে এবং তারা দাফনের প্রস্তুতি নিচ্ছেন।

[TheChamp-FB-Comments style="background-color:#f0f0f0"]
উপরে