বাগমারায় টিউবওয়েল থেকে গ্যাস আগুন দেখে হতবাক এলাকাবাসী

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫; সময়: ৪:২৬ পূর্বাহ্ণ |

রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামে এক টিউবওয়েল থেকে গ্যাস নির্গত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, আব্দুস সালামের বাড়ির টিউবওয়েল থেকে অস্বাভাবিকভাবে গ্যাস বের হতে দেখে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন।

আব্দুস সালামের পরিবারের সদস্যরা জানান, প্রায় ২০-২৫ বছর আগে বসানো এই টিউবওয়েলটি তিন-চার মাস আগে পানি ওঠা বন্ধ করে দেয়। এরপর থেকেই এর মুখ দিয়ে গ্যাসের নির্গমন শুরু হয়। পরীক্ষা করার জন্য ম্যাচের কাঠি জ্বালালে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

ঘটনার খবর পেয়ে সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ আজাহারুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলামকে অবহিত করেন। পরে ইউএনও মাহবুবুল ইসলামও ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্যাস নির্গমনের সত্যতা নিশ্চিত করেন।

আবাসিকরা জানিয়েছেন, টিউবওয়েল থেকে গ্যাস বের হওয়ায় বর্তমানে পানি সংগ্রহের জন্য বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। চট্টগ্রামে রিকশা চালিয়ে সংসার চালানো আব্দুস সালাম ঘটনাটি শুনে বাড়িতে ফিরে এসেছেন।

চেয়ারম্যান আজাহারুল হক বলেন, “আমাদের এলাকায় এ ধরনের ঘটনা এই প্রথম। তাই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান জানান, মাটির গভীরে পচনশীল বস্তু জমে মিথেন জাতীয় গ্যাস তৈরি হতে পারে, তবে নির্দিষ্ট কারণ জানতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, “টিউবওয়েল থেকে গ্যাস বের হওয়ার ঘটনা কিছু জায়গায় দেখা যায় এবং কিছুদিন পর তা স্বাভাবিক হয়ে যায়। তবে সতর্কতা হিসেবে পরিবারের সদস্যদের আগুন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, মিথেন জাতীয় গ্যাসের সম্ভাবনা থাকায় বিষয়টি বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে।

ঘটনাস্থল পরিদর্শনের সময় ইউএনওর সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

[TheChamp-FB-Comments style="background-color:#f0f0f0"]
উপরে