১২ হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫; সময়: ৩:৫৪ পূর্বাহ্ণ |

রাজশাহীতে প্রাণ-আরএফএল প্রাণ-আরএফএল গ্রুপের নতুন উদ্যোগ ‘বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড’ যাত্রা শুরু করতে যাচ্ছে। এখানে ১২ হাজার মানুষের কর্মসংস্থান হবে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নগরীর মাস্টার শেফ চাইনিজ রেস্টুরেন্টে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের কর্মকর্তারা এ তথ্য জানান।

কর্মকর্তারা জানান, দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল রাজশাহীতে ২২ বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিলকে পুনরায় চালু করছে, যার নতুন নাম রাখা হয়েছে ‘বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড’। বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন (বিটিএমসি) এর সঙ্গে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের (পিপিপি) আওতায় মিলটি পরিচালিত হবে।

প্রায় ২৬ একর জমির ওপর গড়ে ওঠা এই কারখানাকে উত্তরবঙ্গের বৃহত্তম পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় প্রাণ-আরএফএল। এখানে শতভাগ রপ্তানিমুখী ব্যাগ, জুতা ও তৈরি পোশাক উৎপাদন করা হবে। পাশাপাশি, একটি আধুনিক কল সেন্টারও স্থাপিত হবে। দুই বছরের মধ্যে ১২ হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে প্রায় ৩৫০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে। গত বছরের অক্টোবরে চুক্তি সইয়ের পর ডিসেম্বর মাসে কারখানার দায়িত্ব নেয় প্রাণ-আরএফএল। দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যেই পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু হয়। আগামী দুই বছরের মধ্যে পুরোপুরি উৎপাদনে যাবে কারখানাটি।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, নতুন এই কারখানায় ১২ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং রাজশাহীকে কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। বর্তমানে পরীক্ষামূলক উৎপাদন চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য ঢাকাকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এই লক্ষ্যেই উত্তরবঙ্গে বৃহৎ এই শিল্প প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে রাজশাহীর হাজার হাজার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং স্থানীয় অর্থনীতি প্রাণবন্ত হবে। কারখানাটি হবে একটি সম্পূর্ণ সাসটেইনেবল গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে থাকবে সৌরশক্তি ব্যবহার, গ্রিন জোন এবং পানির পুনর্ব্যবহার ব্যবস্থা। প্রতিষ্ঠানটি শতভাগ রপ্তানিমুখী হবে বলেও জানান তিনি

মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান জানান, বর্তমানে পরিত্যক্ত একটি শেড মেরামত করে সীমিত পরিসরে জুতা ও ব্যাগ উৎপাদন শুরু করা হয়েছে। এতে প্রায় এক হাজার স্থানীয় ব্যক্তি কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন এবং আরও এক হাজার জন নিয়োগের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, স্থানীয় কর্মীদের দক্ষতা বাড়াতে একটি ‘স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার’ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে রাজশাহীর শ্রমবাজারের সদ্ব্যবহার সম্ভব হবে এবং রাজধানীমুখী প্রবণতা কমবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প সফল হলে রাজশাহীতে আরও বড় পরিসরে বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। বর্তমানে রাজশাহী অঞ্চলে প্রাণ-আরএফএল গ্রুপের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক বরেন্দ্র ও প্রাণ এগ্রো লিমিটেড নামে দুটি কারখানায় প্রায় ১২০০ জন কর্মরত রয়েছেন।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান, বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শরীফ উদ্দিন আহমেদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[TheChamp-FB-Comments style="background-color:#f0f0f0"]
উপরে