ব্র্যাক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের নওপাড়া গ্রামে এক ব্র্যাক স্বাস্থ্যকর্মীর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গত ২৪ এপ্রিল পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দিলেও অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
জানা যায়, গত ২৩ এপ্রিল দুপুরে ব্র্যাকের ওই নারী স্বাস্থ্যকর্মী (২৮) নিয়মিত সেবা প্রদানের অংশ হিসেবে একই গ্রামের এক গর্ভবতী নারীর বাড়িতে যান। সেখানে পৌঁছালে ওই নারীর স্বামী এরশাদ কৌশলে তাকে ঘরে ডেকে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, অভিযুক্ত এরশাদের বিরুদ্ধে এর আগেও এমন আচরণের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, পূর্বেও তাকে কয়েকবার আটক করে গ্রামীণ সালিশে বিচার করা হয়েছে। এমনকি এক ঘটনায় তাকে বিয়ে করতেও বাধ্য করা হয়েছিল।
ভুক্তভোগী নারী বলেন, “থানায় অভিযোগ করার ৫-৬ দিন পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি নেই। আমি বিচার চাই, কিন্তু এখন এলাকায় মুখ দেখাতেও কষ্ট হচ্ছে।”
তার স্বামী, যিনি একজন পল্লী চিকিৎসক, অভিযোগ করেন, “পুলিশ হয়তো টাকার বিনিময়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছে। ২৪ তারিখে অভিযোগ দিলেও এখন পর্যন্ত কেউ তদন্তে আসেনি।”
ব্র্যাক ইউনিয়নের এরিয়া ম্যানেজার শাহিনা জানান, “আমাদের এক নারী সহকর্মীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। কিন্তু থানার পক্ষ থেকে এখনো কোনো সহায়তা পাইনি।”
অভিযুক্ত এরশাদ স্বীকার করেছেন যে তিনি “ভুল করেছেন” এবং বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার প্রস্তাব দেন।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি, তবে বিষয়টি ধর্ষণচেষ্টার মতো নয়। চাইলে থানায় এসে অভিযোগটি দেখে যেতে পারেন। তদন্তে বিষয়টির সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”