চারঘাটে ৭ কোটির পানির ট্যাংক ৪ বছরেও চালু হয়নি, হতাশ পৌরবাসী

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫; সময়: ৮:৫১ পূর্বাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক :  রাজশাহীর চারঘাট পৌরসভায় প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিশুদ্ধ পানির ওভারহেড ট্যাংক চার বছর আগে নির্মাণ শেষ হলেও এখন পর্যন্ত তা চালু হয়নি।

পৌরবাসীর মতে, এই প্রকল্পটি সরকারের অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, নানা জটিলতায় এটি চালু করা যাচ্ছে না।

চারঘাট পৌরসভার তথ্য অনুযায়ী, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন (সেক্টর) প্রকল্প ইউজিপ-৩ এর অধীনে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় প্রায় ৪৪ হাজার বাসিন্দার জন্য বিশুদ্ধ পানি সরবরাহের উদ্দেশ্যে ট্যাংকটির নির্মাণকাজ শুরু হয়। এর ধারণক্ষমতা ৬ লাখ ৮০ হাজার লিটার এবং ২৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনও বসানো হয়।

এই প্রকল্পের কাজ শুরু হয় ২০২০ সালের ১৮ জুলাই, এবং শেষ হয় ২০২১ সালে। পরিকল্পনা ছিল সেই বছর থেকেই ট্যাংকটির মাধ্যমে পানি সরবরাহ শুরু হবে। কিন্তু গ্রাহকের সংখ্যা কম হওয়ায় এবং কিছু কারিগরি সমস্যার কারণে তা চালু করা হয়নি।

সম্প্রতি সরেজমিনে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এম এ হাদি কলেজের পাশের স্থানে গিয়ে দেখা যায়, ট্যাংকের মূল ফটকে তালা ঝুলছে। বাইর থেকে সচল মনে হলেও ট্যাংকে এক ফোঁটাও পানি নেই। যদিও পুরো পৌর এলাকায় ২৫ কিমি পাইপলাইন বসানো হয়েছে, তবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে পানি সরবরাহ চালু করা যায়নি।

এদিকে, পৌরসভার বেশিরভাগ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর উল্লেখযোগ্যভাবে নেমে গেছে। এতে করে জনগণ বাধ্য হয়ে ভূগর্ভস্থ উৎসের উপর নির্ভর করছে। বিশেষ করে গরমের সময় পানির চাহিদা বেড়ে যাওয়ায় সমস্যা আরও প্রকট হয়। ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফিজ উদ্দীন জানান, “আমরা শুনেছি, প্রথম শ্রেণির পৌরসভায় প্রতিটি ঘরে পানি সরবরাহ নিশ্চিত করা নাগরিক অধিকার। অথচ এখানে এখনও সেটা বাস্তবায়িত হয়নি।”

এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, “নতুন ট্যাংকটির নকশা ও পরিকল্পনা সঠিকভাবে করা হয়নি। এছাড়া পর্যাপ্ত সংযোগ না থাকায় পুরাতন ট্যাংক থেকেই পানি সরবরাহ করা হচ্ছে।”

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস বলেন, “আমরা ইতিমধ্যে সরেজমিনে পরিদর্শন করেছি এবং সমস্যাগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যত দ্রুত সম্ভব সমস্যা সমাধান করে ট্যাংকটি চালু করা হবে।”

 

[TheChamp-FB-Comments style="background-color:#f0f0f0"]
উপরে