নতুন টাকায় জুলাই অভ্যুত্থান ঈদের আগেই মিলবে বাজারে
অর্থনীতি ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক বাজারে ছাড়তে যাচ্ছে নতুন নোট। নতুন নোটে থাকবে ‘জুলাই অভ্যুত্থান’-এর গ্রাফিতি, যা রাজনৈতিক পরিবর্তনের ইতিহাসের সাথে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন করবে।
যদিও রাজনৈতিক পরিবর্তনের প্রায় নয় মাস পার হলেও, নতুন নকশার নোট এখনো বাজারে আসেনি। গেল ঈদুল ফিতরে বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট ছাড়া হয়নি, যার ফলে খোলাবাজারে নতুন নোটের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং ছেঁড়া-ফাটা নোটের ব্যবহারও বেড়েছে। রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায় বহু মানুষ পুরোনো নোট পরিবর্তন করতে গিয়ে বাড়তি খরচে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এদিকে, ব্যাংকগুলোতেও ছেঁড়া নোট পরিবর্তনে গ্রাহকদের অনেক নিয়ম-নীতির সম্মুখীন হতে হচ্ছে। যদিও বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট রয়েছে ভল্টে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কারণে সেগুলি বিতরণ করা যাচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, নতুন নোট ছাপাতে এক থেকে দেড় বছর সময় লাগে, তবে ঈদের আগে কিছু নতুন নোট বাজারে আসবে। মোট ৯ ধরনের নোট ছাপানো হয়েছে, তবে সবগুলো একসঙ্গে বাজারে আসবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিবছর ১৫০ কোটি নতুন টাকার চাহিদা থাকলেও, টাকশালের সক্ষমতা অনুযায়ী ১২০ কোটি পিস নোট ছাপানো সম্ভব হয়।