পুঠিয়ায় শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং, ভক্তদের উপচে পড়া ভিড়

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫; সময়: ৯:১৪ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত নতুন ছবি ‘তাণ্ডব’ আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে। সিনেমাটির পরিচালনায় রয়েছেন রায়হান রাফী। ইতিমধ্যেই প্রায় ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

চলচ্চিত্রটির একটি অংশের শুটিং বর্তমানে রাজশাহীর পুঠিয়ায় চলছে। শাকিব খান সেখানে আসছেন জানতে পেরে হাজার হাজার মানুষ ভিড় জমায়। শুধু পুঠিয়াই নয়, আশেপাশের এলাকা বাঘা, নাটোর থেকেও বহু দর্শক ছুটে আসেন তাকে একনজর দেখার জন্য।

ভক্তদের ব্যাপক উপস্থিতির কারণে শাকিব খানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা নিতে হয়। উপস্থিত জনতার ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন শুটিং ইউনিটের সদস্যরা।

বাঘার মনিগ্রাম ইউনিয়নের বাসিন্দা শহীদুল বলেন, “শাকিব খানের সিনেমা দেখেছি বহুবার, কিন্তু তাকে সামনে থেকে দেখার সুযোগ হয়নি। এবার পুঠিয়ায় শুটিং হচ্ছে শুনে বন্ধুবান্ধব নিয়ে চলে এসেছি। সামনে থেকে দেখে খুব ভালো লাগলো।”

অন্যদিকে নাটোর সদর থেকে আসা কলেজ শিক্ষার্থী আমিনুল বলেন, “শুনেছিলাম শাকিব খান পুঠিয়ায় শুটিং করছেন, তাই একাই চলে এসেছি। আজ তাকে দেখতে পেয়ে খুব আনন্দ লাগছে।”

‘তাণ্ডব’ ছবির শুটিং রাজশাহীর বিভিন্ন লোকেশনে হচ্ছে, যার মধ্যে পুঠিয়া রাজবাড়ীর দৃশ্য রয়েছে। পরিচালক রায়হান রাফীর এই ছবিতে ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ীকে নতুন রূপে উপস্থাপন করা হচ্ছে। স্থানীয়দের মতে, ‘তাণ্ডব’ সিনেমায় এই স্থাপনাটির উপস্থিতি আলাদা মাত্রা যোগ করবে।

[TheChamp-FB-Comments style="background-color:#f0f0f0"]
উপরে