রাজশাহীতে তাণ্ডব সিনেমার শুটিং চলাকালে স্টান্টম্যানের আকস্মিক মৃত্যু

প্রকাশিত: মে ৪, ২০২৫; সময়: ৬:৪৮ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন

রাজশাহীর হাইটেক পার্কে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার দৃশ্যধারণ চলাকালে স্টান্টম্যান মনির হোসেন হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফী জানিয়েছেন, দুপুরে শুটিংয়ের একটি দৃশ্যে অংশ নেওয়ার পর মনির স্বাভাবিক ছিলেন এবং ইউনিটের অন্যদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। তবে কিছুক্ষণ পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি।

ইউনিটের সদস্যরা জানান, মনির প্রথমে মাথা ঘোরা ও বমির উপসর্গ দেখান। এরপরই দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

রায়হান রাফী আরও বলেন, “সম্ভবত সকালেই স্ট্রোক করেছিলেন, কিন্তু তিনি কাউকে কিছু বলেননি। এমনকি অস্বস্তি বা অসুস্থতার কথাও জানাননি।”

নারায়ণগঞ্জের বাসিন্দা মনির হোসেন চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কয়েক বছর ধরে কাজ করছিলেন। সহকারী ফাইট ডিরেক্টর নেপালীর সঙ্গে তিনি নিয়মিত কাজ করতেন। নেপালী জানান, শুটিংয়ের শুরুতে মনির একেবারে স্বাভাবিক ছিলেন। কিন্তু কাজ শেষে হঠাৎ মাথা ঘোরা শুরু হয় এবং বমি করতে থাকেন। পরে হাসপাতালে নেওয়ার পর জানা যায়, তিনি মারা গেছেন।

ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিতব্য এই ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূর। মনিরের মৃত্যুতে সিনেমা ইউনিটে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সহকর্মীদের মতে, মনির ছিলেন একজন দায়িত্বশীল, হাস্যোজ্জ্বল ও পেশাদার স্টান্টশিল্পী।

[TheChamp-FB-Comments style="background-color:#f0f0f0"]
উপরে