রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে স্ক্যাবিস চর্মরোগ

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫; সময়: ৮:২৭ পূর্বাহ্ণ |

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হল এবং মেসে বসবাসরত শিক্ষার্থীদের মধ্যে ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিস দ্রুত ছড়িয়ে পড়ছে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন জানিয়েছেন, প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে মেডিকেল সেন্টারে আক্রান্ত শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। কেউ চিকিৎসকের সিরিয়ালে অপেক্ষা করছেন, আবার কেউ ওষুধের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন।

সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানিয়েছেন, কিছুদিন ধরে শরীরে চুলকানির সাথে লালচে ফুসকুড়ি দেখা দিয়েছে, এবং একই সমস্যা রুমমেটদের মধ্যেও রয়েছে।

আরেক শিক্ষার্থী বলেন, “হাতের আঙুল, পেটসহ শরীরের স্পর্শকাতর স্থানে চুলকানির মাত্রা বেড়ে গেছে। চিকিৎসা নিয়েছি, তবে সব ওষুধ পাওয়া যায়নি।”

ডা. মাশিহুল আলম জানান, স্ক্যাবিস একটি ছোঁয়াচে চর্মরোগ যা আঙুলের ফাঁক, কবজি, বগল ও নাভির আশপাশে ছোট ছোট ফুসকুড়ি হিসেবে দেখা দেয়। রাতের বেলা চুলকানির তীব্রতা বাড়ে এবং একসাথে ঘনিষ্ঠভাবে বসবাস করলে এটি দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রথমে মেডিকেল সেন্টারে স্ক্যাবিসের চিকিৎসার জন্য ওষুধের সংকট ছিল, তবে প্রধান চিকিৎসক ডা. মাফরুহা সিদ্দিকার উদ্যোগে জরুরি ভিত্তিতে ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়।

চিফ মেডিকেল অফিসার ডা. মাফরুহা বলেন, “স্ক্যাবিসের বিস্তার উদ্বেগজনক, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি চিকিৎসা ও ওষুধ সরবরাহে। শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে এবং একে অপরের কাপড় ব্যবহার থেকে বিরত থাকতে হবে।”

তিনি আরও জানান, কিছুটা ওষুধের ঘাটতি থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি মোকাবেলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

[TheChamp-FB-Comments style="background-color:#f0f0f0"]
উপরে