টিকটক করতে গিয়ে সীমান্তে আটক, দেশে ফিরলেন এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন

প্রকাশিত: মে ৩, ২০২৫; সময়: ২:০১ পূর্বাহ্ণ |

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটকে রাখার প্রায় আট ঘণ্টা পর দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফেরত আসা দুজনের পরিবার।

জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পাটগ্রাম উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে ওই দুইজনকে ধরে নিয়ে যায় বিএসএফ। আটক হওয়া দুইজন হলেন পাটগ্রামের মোস্তাক হোসেনের ছেলে রিমন, যিনি চলতি বছর এসএসসি পরীক্ষার্থী, এবং তার মামা বগুড়ার সাজেদুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমানার ৮২৫ নম্বর মেইন পিলারের কাছের একটি ভারতীয় চা বাগানের পাশে দাঁড়িয়ে টিকটকের ভিডিও করছিলেন রিমন ও সাজেদুল। ওই সময় বিএসএফের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। বিষয়টি জানার পরপরই বিজিবি তৎপর হয় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। দুই বাহিনীর মধ্যে আলোচনা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা সম্ভব হয়।

ফেরত আসার পর রিমন ও সাজেদুলকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিজিবির দ্রুত পদক্ষেপ ও সহযোগিতায় দুইজনকে নিরাপদে ফিরিয়ে আনায় পরিবার ও এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলে তারা তা গ্রহণ করে এবং রাতেই দুইজনকে ফেরত দেয়।

[TheChamp-FB-Comments style="background-color:#f0f0f0"]
উপরে