বরেন্দ্র অঞ্চল থেকে আম আমদানিতে আগ্রহী চীন
নিজস্ব প্রতিবেদন : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়, বরেন্দ্র অঞ্চলের উৎপাদিত রপ্তানিযোগ্য আমের বাগান সোমবার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি গ্যাপ (উত্তম কৃষিচর্চা) পদ্ধতিতে চাষ করা আম দেখে মুগ্ধ হন এবং এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি, চীনে এই আম আমদানি করার ব্যাপারে আগ্রহও প্রকাশ করেন রাষ্ট্রদূত।
বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের বিশেষত্ব হচ্ছে এখানে উৎপাদিত সুস্বাদু মিষ্টি আম, যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক হতে পারে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনের বাজারে বাংলাদেশের আম আমদানি করতে তারা আগ্রহী। তিনি জানিয়ে দেন, চলতি বছর চীন বাংলাদেশের ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম আমদানি করতে চায়।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষকদের দক্ষতা এবং চাষাবাদ পদ্ধতি প্রতিনিয়ত উন্নতির দিকে এগোচ্ছে। কৃষি মন্ত্রণালয় বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়ন করে বাংলাদেশে উৎপাদিত আমের রপ্তানি বৃদ্ধির লক্ষ্য নিয়েছে। তিনি আরো জানান, চীন বাংলাদেশ থেকে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে এবং এই প্রকল্পটি পুরোপুরি সফল হলে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা আরও লাভবান হতে পারবেন।
এসময় চীনের রাষ্ট্রদূতের সাথে একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন, যারা আম উৎপাদন এবং রপ্তানির বিষয়ে আলোচনা করেন।
বরেন্দ্র অঞ্চল, যা রাজশাহী বিভাগের অংশ, এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। চীনসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আমের চাহিদা বৃদ্ধির ফলে বরেন্দ্র অঞ্চলের কৃষি খাত নতুন দিগন্তের দিকে এগিয়ে যেতে পারে।