বরেন্দ্র টাইমস অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫; সময়: ৫:৪৯ পূর্বাহ্ণ |

বরেন্দ্র অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, কৃষি, অর্থনীতি, শিক্ষা এবং রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের জন্য বরেন্দ্র টাইমস অনলাইন নিউজ পোর্টাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

‘বরেন্দ্র টাইমস’ পোর্টালটি এখন থেকে বিশ্বব্যাপী বরেন্দ্রভূমির মানুষ এবং তাদের জীবনযাত্রার গল্প পৌঁছে দেবে।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানিয়েছেন, পোর্টালটির লক্ষ্য হলো নির্ভরযোগ্য, তথ্যভিত্তিক এবং পাঠকবান্ধব সংবাদ পরিবেশন করা। বরেন্দ্র টাইমস কেবল স্থানীয় সংবাদ নয়, বরং জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাবলী সম্পর্কেও পাঠকদের তথ্য প্রদান করবে।

পোর্টালের সম্পাদকীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ পরিবেশন, তথ্যের নির্ভরযোগ্যতা এবং পাঠকের মতামতের গুরুত্ব দেয়া হবে। এতে থাকবেন অভিজ্ঞ সাংবাদিক, লেখক এবং গবেষকগণ, যারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন।

প্রথম দিনের যাত্রায় পাঠকদের অভূতপূর্ব সাড়া পেয়ে প্রতিষ্ঠানটি আশাবাদী যে, বরেন্দ্র টাইমস অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা অর্জন করবে এবং বরেন্দ্র অঞ্চলের গর্বে পরিণত হবে।

[TheChamp-FB-Comments style="background-color:#f0f0f0"]
উপরে