রাজশাহীতে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা মিনু


প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন / ৪৪
রাজশাহীতে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা মিনু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিসে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমানের কাছ থেকে মিনুর পক্ষে মহানগর বিএনপির নেতারা এই মনোনয়মপত্র সংগ্রহ করেন।

এসময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, এড. ওয়ালিউল হক রানা ও আবুল কালাম আজাদ সুইট, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, আশাকরি সামনের নির্বাচন উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণ হবে। এটাই আমাদের বিএনপির আশা ও আকাঙ্ক্ষা।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, আজকে আমরা রাজশাহী-২ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনোয়নপত্র উত্তোলন করেছি। নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, বাধাগ্রস্ত যেন না হয় সেজন্য নির্বাচন কমিশন ও সরকারকে আমরা অনুরোধ জানাই।