রাজশাহীতে প্রার্থীদের পোস্টার অপসারণে গণ-বিজ্ঞপ্তি


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন / ৭৫
রাজশাহীতে প্রার্থীদের পোস্টার অপসারণে গণ-বিজ্ঞপ্তি

রাজশাহী জেলার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে।
গতকাল (১১ ডিসেম্বর) রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার আফিয়া আখতার স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তফসিল ঘোষণার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাব্য প্রার্থীদের সকল ধরনের প্রচার সামগ্রী—যেমন পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল এবং আলোকসজ্জা—এবং নির্বাচনী ক্যাম্প নিজ ব্যয়ে অপসারণ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করেছে।
এই অপসারণ কার্যক্রম তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যা ৬টার মধ্যেই সম্পন্ন করতে হবে।

নির্বাচন কমিশনের নির্দেশ বাস্তবায়নের স্বার্থে রাজশাহী জেলার সম্ভাব্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রচার সামগ্রী অপসারণ করতে অনুরোধ জানানো হয়েছে।
অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।